Enter your keyword

Nakshi Notebook | নকশি নোটবুক গ্রামীণ জীবনের প্রবাহমান দৃশ্যপট

Nakshi Notebook | নকশি নোটবুক গ্রামীণ জীবনের প্রবাহমান দৃশ্যপট

Nakshi Notebook | নকশি নোটবুক গ্রামীণ জীবনের প্রবাহমান দৃশ্যপট

বাড়ির উঠোনে বসে বাংলার মায়েরা পড়ন্ত বিকেলে অথবা বৃষ্টিস্নাত দিনে হাসি আনন্দে, গল্প আড্ডায় মেতে উঠতো আর বুনে চলত রঙিন সুতোর নকশি কাঁথার কাব্য।

একেকটি নকশি কাঁথার হরেক রঙের বুননে ফুটে উঠত একেকটি জীবনের গল্প।

কলসি কাঁখে রমণীর জলকে যাওয়া, অথবা ঝুম বৃষ্টিতে দাঁড়িয়ে থাকা শুভ্র ব্যাঙের ছাতা।

কখনো রানার-এর অবিরাম ছুটে চলা আবার কখনো ধান কেটে কৃষকের ঘরে ফেরা ।

প্রতিটি নকশি কাঁথা গ্রামীণ জীবনের প্রবাহমান দৃশ্যপট।

আজ ২০২০ সালের শেষে এসে আমরা সব থেকে বেশি অনুভব করি সেই ফেলে আসা দিনগুলোকে। কর্মব্যস্ত যান্ত্রিক জীবনে সেই স্বপ্নগুলো শুধুই দীর্ঘশ্বাস বাড়ায়।

নকশি কাঁথা শত বছরের পুরনো ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সংস্কৃতির একটা অংশ। এক একটি কাঁথা সেলাই করতে ১ বছরেরও বেশি সময় লেগে যায়।

প্রাচীন এই শিল্পকর্মকে কিছু ক্ষুদ্র জনগোষ্ঠী এখনো রক্ষণাবেক্ষণ করছে।

প্রাচীন লোকশিল্পের বিলুপ্তপ্রায় শিল্পকর্ম গুলোকে করুযোগ আপনাদের সামনে সৃষ্টিশীল ভাবে উপস্থাপন করার চেষ্টা বরাবরই করে আসছে।

এরই ধারাবাহিকতায় কারুযোগের এক অনন্য আয়োজন নকশী কাঁথার নোটবুক

আপনি যখন অফিসে আছেন অথবা কোন মিটিংয়ে রয়েছেন আপনার নকশি নোটবুকটি সবার মাঝে আপনাকে অনন্য করে তোলে।

প্রিয় মানুষটিকে উপহার দিতে চান? সমাধান নকশী কাঁথার নোটবুক

এর মনমুগ্ধকর বাহারি রংয়ের সুতোর কারুকার্য উপহারের আনন্দকে বহুগুণে বাড়িয়ে তোলে।

প্রত্যহ জীবনে আমরা কত কিছুইতো ডায়েরিতে লিখে রাখি কিন্তু সেই ডাইরিটি যদি হয় নকশী নোটবুক, তবে তা আরও অনেক যত্নের হয়।

আসুন আমাদের কর্মব্যস্ত জীবনের বিশেষ মুহূর্ত বা গল্প গুলোকে লিপিবদ্ধ করি নকশী কাঁথা নোটবুকের বুননে, যত্নে ও ভালোবাসায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *