Enter your keyword

CV writing for Career Development || ক্যারিয়ার ডেবেলপমেন্ট এর জন্য সিভি লেখা কর্মশালা

CV writing for Career Development || ক্যারিয়ার ডেবেলপমেন্ট এর জন্য সিভি লেখা কর্মশালা

CV writing for Career Development || ক্যারিয়ার ডেবেলপমেন্ট এর জন্য সিভি লেখা কর্মশালা

CV writing for Career Development

সিভি লেখা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে নানাবিধ প্রশ্ন থাকে!

সিভি কেন লিখবো? কখন থেকে লিখবো? প্রথম বর্ষে, না লেখাপড়া শেষ করে।কিভাবে লিখবো? সিভির ফরম্যাট কেমন হবে? এই ফরম্যাট কোথা থেকে পাবো? ইত্যাদি কত যে প্রশ্ন।

আপনার স্বপ্নের চাকরি এবং আপনার মধ্যে দুইটি জিনিস রয়েছে একটি সিভি আর অন্যটি ভাইভা। আপনি চাকরির জন্য চাকরি দাতা কর্তৃপক্ষের নিকট যেতে পারছেন না বা যাওয়া সম্ভবও নয় কিন্তু সেখানে ঠিকই আপনার সিভি যাবে।সিভি যদি সঠিকভাবে লেখা না হয়; সিভিতে আপনার সকল তথ্য সঠিকভাবে না থাকলে; এবং আপনার অভিজ্ঞতা এবং কো-কারিকুলাম একটিভিটিগুলো না দেওয়া হলে আপনার পক্ষে ভাইভায় যাওয়া সম্ভব নয়। আর ভাইভাতে যেতে না পারলে স্বপ্নের চাকরিটাও পাচ্ছেন না।

তাই, আপনার স্বপ্নের চাকরি পাওয়ার জন্য সিভিটি সম্মৃদ্ধ এবং নির্ভুল হওয়াটা কতটা গুরুত্বপূর্ণ তা একবার ভেবে দেখুন। ফেয়ার, একটি নির্ভুল সিভি লিখতে এবং এ সংক্রান্ত নানা প্রশ্নের উত্তর জানাতে আয়োজন করেছে ক্যারিয়ার ডেবেলপমেন্ট এর জন্য সিভি লেখা কর্মশালা (CV writing for Career Development) । কর্মশালায় অংশগ্রহণ করতে আজই রেজিস্ট্রেশন করুন।

রেজিস্ট্রেশন লিংক: https://forms.gle/MimEHRupqG7FzqN78

অথবা যোগাযোগ করুন: 01713919760, 01768192586

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *