নকশি কাঁথা : গ্রাম-বাঙলার অব্যক্ত সুখ-দুঃখের এক জীবন্ত আখ্যান
রূপাই আর সাজুর প্রেম কাহিনির সাথে বাঙালির নকশি কাঁথার এক অবিচ্ছেদ্য অংশ। গ্রাম্য এই প্রেমিক তরুণী সাজু তার স্বামীর অপেক্ষায় চোখের জলে বুক ভাসাতে ভাসাতে বুনে চলে নকশি কাঁথা। সেখানে সে সূঁই-সুতোর আচর দিয়ে ফুটিয়ে তোলে তার মনের অব্যক্ত দুঃখ আর বেদনার কাহিনি। সাজুর আশা একদিন ঠিকই রূপাই ফিরে আসবে তার কাছে। কিন্তু রূপাই আর… View more